প্রকাশিত হয়েছেঃ জুন ২৬, ২০২২ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দুই পক্ষের সংঘর্ষে হোসনা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছে। নিহত হোসনা আক্তার ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে।

রবিবার (২৬ জুন) দুপুরে শহরতলীর শম্ভুগঞ্জ রঘুরামপুর পূর্বপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

আহতরা হলেন, নিহতের স্বামী মালেক মিয়া (৪৫), ভাতিজা কাউসার (২০) মা মনোয়ারা বেগম (৪৫), ও হোসনা বেগম (৩৫)। তারা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহতের ছোট ভাই অলিউল্লাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বোনের বাসর আব্দুল খালেকের সঙ্গে চাচা মফিদুল ইসলাম ও ছেলে মজিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছে ছিল। আজ দুপুরে হঠাৎ মফিদুল ইসলাম ও ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে হামলা চালায়। এতে মজিবুর রহমানের বল্লমের আঘাতে হাসিনা নিহত হয়। আহত হয় আরও ৪ জন। তাদের সবাইকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত করে হাত্যার সাথে যারা জরিত সবাইকে আইনের আওতাশ এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

খবর পেয়ে কোতুয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জরিত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মফিদুল ইসলাম ও তার স্ত্রী , ছেলে মজিবুর রহমান তার স্ত্রী রোকিয়া বেগম, হবিবুর তার স্ত্রী সাহেদা বেগম, শহিদুল, ও অজ্ঞাত আরও তিনজন। মামলার প্রক্রিয়া চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com