প্রকাশিত হয়েছেঃ জুন ১০, ২০২২ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুন) বাদ জুমা ময়মনসিংহ নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে মুসলিম তাওহীদী জনতা ও আলেম ওলামাগন জমায়েত হয়ে তাদের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে ময়মনসিংহে নগরীতে বিক্ষোভ মিছিল সামাবেশ করেছেন । মিছিলটি ময়মনসিংহ বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য শেষে মোনাজাত মধ্য দিয়ে সমাপ্ত হয়।