প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২২ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুন ) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদকালে  দোকানের সরঞ্জাম রেখে চলে যাওয়া দেকানীদের সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ প্রসঙ্গে বলেন, একই অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর কারণে উচ্ছেদের পরপর একই স্থানে  ফুটপাত ও রাস্তা দখল করে বসে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দায়িত্বহীনতা ও আইন অমান্য করার প্রবণতাকেই প্রকাশ করছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে সকল মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে মসিকের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com