প্রকাশিত হয়েছেঃ মে ২, ২০২২ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স, ২ মে।।
ময়মনসিংহের ভালুকায় অভিনব কায়দায় এক ব্যক্তির জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাগরা পাড়ায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনছারুল ইসলাম সবুজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বগরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভালুকা মৌজার ১২৩ নম্বর দাগে ২ শতাংশ জমি ক্রয় করে ঘর নির্মাণের পর দীর্ঘদিন ধরে ভোগ দখলে ছিলেন। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় চোখ পরে পাশের জমির মালিক গফরগাঁও উপজেলার প্রভাবশালী গোলাম মহিউদ্দিন খান মানিকের। এমনকি তিনি ২০১৪ সালে নিষেধাজ্ঞা চেয়ে আনছারুল ইসলাম সবুজকে বিবাদী করে ময়মনসিংহ সহকারী জজ আদালতে মামলা (নম্বর-১৭০) করলে মামলাটি আদালত খারিজ করে দেন। এরই জের হিসেবে ২৯ এপ্রিল গোলাম মহিউদ্দিন খানের নেতৃত্বে মন্না ও শহিদসহ কতিপয় লোক রাতের আধাঁরে কাউন্সিলর সবুজের পূর্বের নির্মিত চৌচালা টিনের ঘরের বেড়ার ভেতর দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আনছারুল ইসলাম সবুজ বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে এ ঘটনায় ১ মে দুপুরে উভয় পক্ষকে নিয়ে থানায় সালিশ হয়। অপ্রীতিকর ঘটনা না হওয়ার লক্ষ্যে উভয় পক্ষকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ করতে নিষেধ করা হয়।
অভিযোগকারী আনছারুল ইসলাম সবুজ জানান, থানার সিদ্ধান্তকে না মেনে বিবাদী পক্ষ রাতেই টিনের বেড়ার ভেতর অভিনব কায়দায় আবারো ইটের প্রাচীর নির্মাণ শুরু করেছে। পরে বিষয়টি রাতেই মডেল থানার এসআই নজরুল ইসলামকে জানালে তিনি বলেন, আমার কিছু করনীয় নেই এবং আদালতে মামলা করার জন্য তিনি পরামর্শ দেন।
অভিযুক্ত গোলাম মহিউদ্দিন খানের মোবাইল নম্বরে কথা হলে তিনি জানান, থানায় সালিশের পর নতুন করে আর কোন কাজ করা হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে কাজ না করার জন্য বলা হয়েছিল। তারপরও কাজ করা হচ্ছে কিনা তা ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে দেখছি।

ময়মনসিংহের ভালুকায় অভিনব কায়দায় এক ব্যক্তির জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাগরা পাড়ায়। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনছারুল ইসলাম সবুজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বগরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভালুকা মৌজার ১২৩ নম্বর দাগে ২ শতাংশ জমি ক্রয় করে ঘর নির্মাণের পর দীর্ঘদিন ধরে ভোগ দখলে ছিলেন। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় চোখ পরে পাশের জমির মালিক গফরগাঁও উপজেলার প্রভাবশালী গোলাম মহিউদ্দিন খান মানিকের। এমনকি তিনি ২০১৪ সালে নিষেধাজ্ঞা চেয়ে আনছারুল ইসলাম সবুজকে বিবাদী করে ময়মনসিংহ সহকারী জজ আদালতে মামলা (নম্বর-১৭০) করলে মামলাটি আদালত খারিজ করে দেন। এরই জের হিসেবে ২৯ এপ্রিল গোলাম মহিউদ্দিন খানের নেতৃত্বে মন্না ও শহিদসহ কতিপয় লোক রাতের আধাঁরে কাউন্সিলর সবুজের পূর্বের নির্মিত চৌচালা টিনের ঘরের বেড়ার ভেতর দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আনছারুল ইসলাম সবুজ বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে এ ঘটনায় ১ মে দুপুরে উভয় পক্ষকে নিয়ে থানায় সালিশ হয়। অপ্রীতিকর ঘটনা না হওয়ার লক্ষ্যে উভয় পক্ষকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ করতে নিষেধ করা হয়।

অভিযোগকারী আনছারুল ইসলাম সবুজ জানান, থানার সিদ্ধান্তকে না মেনে বিবাদী পক্ষ রাতেই টিনের বেড়ার ভেতর অভিনব কায়দায় আবারো ইটের প্রাচীর নির্মাণ শুরু করেছে। পরে বিষয়টি রাতেই মডেল থানার এসআই নজরুল ইসলামকে জানালে তিনি বলেন, আমার কিছু করনীয় নেই এবং আদালতে মামলা করার জন্য তিনি পরামর্শ দেন।
অভিযুক্ত গোলাম মহিউদ্দিন খানের মোবাইল নম্বরে কথা হলে তিনি জানান, থানায় সালিশের পর নতুন করে আর কোন কাজ করা হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে কাজ না করার জন্য বলা হয়েছিল। তারপরও কাজ করা হচ্ছে কিনা তা ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে দেখছি।
মোট পড়া হয়েছে: ৫৩২
সর্বশেষ খবর
- ময়মনসিংহ জিলা স্কুলের ১৭৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ময়মনসিংহের ব্রহ্মপুত্র থেকে ১৪১৫টি নদ-নদী পরিদর্শন শুরু করল ‘নোঙর’
- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে আগমন উপলক্ষে ভালুকায় শুভেচ্ছা মিছিল
- গফরগাঁওয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- ভালুকায় নির্বাচনী প্রচারণায় বাধা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

