প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৭, ২০২৬ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ভারইল গ্রামের বাড়িতে ফাউন্ডেশনের কার্যালয়ে এ দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় নাজমুল হক ফাউন্ডেশনের পরিচালক নাদিমুল হক, সদস্য মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মোঃ স্বপন, আশরাফুল ইসলাম, মাহাদি হাসান শাওন, এইচ এম ইয়াসিনুল আরাফাত নিষাদ, সাংবাদিক রোবেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
####

