প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৪, ২০২৬ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডঃ ফয়সল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অব্যাহত রাখলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকে।
তিনি আরো বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের আয়োজন সেই উদ্যোগকে আরও শক্তিশালী করে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com