প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২৬ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক প্রদত্ত সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর ) সকাল ১০ টায় এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ মেয়াদে বৃত্তির নগদ অর্থ প্রদান করেন।
এসময় নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কমিটির চেয়ারম্যান বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহবায়ক ও মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এবং শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

