প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্মী ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন শামী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীরা ও স্থানীয় খামারিরা।
সভা শেষে অনুষ্ঠানে কুইজ, চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
#####

