প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
৫০০ টাকা বাবার কাছে চেয়ে না পেয়ে রাগে অভিমানে মোঃ কালাম (২৩) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।
বুধবার (৭ জানুয়ারী) দুপুর দুইটার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড ষোলাসিয়া গ্রামের নিজ বাসায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
কালাম গফরগাঁও বাজারে কাঁচামালের ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিনের ছেলে। চার
ভাই -বোনের মধ্যে সবার ছোট সে।
গিয়াস উদ্দিন বলেন, ছেলে কালাম আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল, এখন টাকা নেই, পরে দিব বলেছিলাম। এই বলে আমি বাজারে চলে যাই, কিছুক্ষন পরে খবর আসে কালাম গলায় দড়ি দিয়ে আত্মহত্মা করে।
গফরগাঁও থানার এসআই (তদন্ত) মশিউর রহমান বলেন, আত্মহত্যা কথা শুনেছি। ছেলের বাবা থানায় এসে জানান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
####

