প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৭, ২০২৬ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের জামতলা মোড়ে জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এ. বি. সিদ্দিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান ছানা, গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব উদ্দিন, পাইথল ইউনিয়ন বিএনপি নেতা আলামিন মাষ্টার, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস দুলাল, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, উপজেলা বিএনপি সাবেক সদস্য শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি, উপজেলা তাতীদলের সভাপতি রমজান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম পারভেজ, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খোকনসহ উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ইমামুল হাসান ইমন।
#

