প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জামায়াত-বিএনপিসহ ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন ও উপজেলা নির্বাচন অফিসার ফখরুল আজমের কাছে ৬ জন মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিকুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক আল ফাতাহ মোঃ আব্দুল হান্নান খান, এলডিপির মনোনীত প্রার্থী এডভোকেট সৈয়দ মাহমুদ মোর্শেদ (ছাতা), কমিউনিস্ট পার্টি- সিপিবির মনোনীত প্রার্থী মোঃ সাইফুস সালেহীন (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল্লাহ বেলালী (হাতপাখা), গন সংহতি আন্দোলনের একেএম শামছুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের কাছে ৬জন মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল (দাড়িপাল্লা), জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য মোঃ মুশফিকুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আল আমিন সোহান ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সকলেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশাসন সবাইকে সমান সুযোগ দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলে আশা করেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল্লাহ আল বাকী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী ও এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম এ দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ সময় পর্যন্ত তারা কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
###

