প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান শেষে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী যে, এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’
তিনি আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।’
এ সময় গফরগাঁও উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আরিফুল হক, পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তানভীর আহমদ খলিল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য
এডভোকেট শহিদুল্লাহ সাকিন ও এডভোকেট সাইফুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#####

