প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফিরোজ হোসেনের কাছে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্যাহ পাঠান ফজলু (দাঁড়ি পাল্লা), বিএনপির ফখর উদ্দিন আহমদ বাচ্চু (ধানের শীষ), জাতীয় নাগরীক পার্টির (এনসিপি) ডাক্তার জাহিদুল ইসলাম (শাপলা কলি), গণঅধিকার পরিষদের আনোয়ার হোসেন বিদ্যুৎ (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম।

