প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৫, ২০২৫ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
রাত-বিরাতে কম্বল নিয়ে পথে পথে ঘুরে শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেওয়ার জন্য ছুটছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের ইউএনও এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষের কাছে কম্বল বিতরণে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। এসময় শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।
গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলা পরিষদ চত্ত্বর, রাস্তা ও রেলওয়ে স্টেশন প্লাটফর্মে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।
বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদরুল আলম, সাংবাদিক রোবেল মাহমুদ, রফিকুল ইসলাম খান, এইচ কবির টিটো, সাব্বির কামাল ও সারোয়ার ফরাজী প্রমূখ।
####

