প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ১১:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ও জনতার জিজ্ঞাসা মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামতলা মোড়ে পৌর শাখায় জামায়াতের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নিবার্চনকে সামনে রেখে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার জিজ্ঞাসায় সরাসরি উত্তর দেন
জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইশতেহার অপরিহার্য। এটি ভোটারকে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে, রাজনৈতিক দলকে নৈতিকভাবে বাধ্য করে এবং গণতান্ত্রিক জবাবদিহির ভিত্তি গড়ে তোলে। জামায়াত প্রতিশ্রুতিশীল থাকলে জনগণের মতামতের ভিত্তিতেই ইশতেহার তৈরি করবে।
গফরগাঁও পৌর শাখার জামায়াতের সেক্রেটারি মোঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে ও পৌর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ তানভীর আহমেদ খলিলের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর শাখার যুব বিভাগের সভাপতি মোঃ জুবায়ের মিয়া, পৌর শাখার ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ পারভেজ আহমেদ সরদার প্রমুখ।
#####

