প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ১১:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন এর কাছ থেকে মুশফিকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য একেএম আনসার উদ্দিন, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস দুলাল, পৌর বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন ও সেলিম আহমেদ, উপজেলা বিএনপি সাবেক সদস্য শফিকুল ইসলাম শফিক, জেলা দক্ষিণ যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খোকন, বিএনপি নেতা কামরুজ্জামান ভূইয়াসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
####

