প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ১১:২২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫৪ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ত্রুীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কান্দিপাড়া আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মোমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, ছিপান দাখিল মাদ্রাসার সুপার মোঃ মইজ উদ্দিন, খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীনা দেবনাথ প্রমূখ।
সভায় সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
####

