প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মৃতদেহ আগুনে পুড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারাকান্দায় কয়েকটি সংগঠনের ব্যানারে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় তারাকান্দা থানার বিপরীতে ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা বক্তারা বলেন, দীপুর কর্মক্ষেত্রে পদোন্নতি নিয়ে বিরোধ চলছিল, এই বিরোধের কারণে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে পাবলিকের হাতে তুলে দেয়া হয়, এর ফলে দীপুর নির্মম করুন পরিণীতির শিকার হতে হয়। এ সময় বক্তারা বলেন ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তারাকান্দা উপজেলা শাখার সভাপতি অনুপ কুমার পণ্ডিত, সাধারণ সম্পাদক চম্পক কুমার পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক নকুল কুমার ভৌমিক, বিপ্লব কর। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারাকান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সরকার এবং ক্ষেত্র মোহন পাল, নির্মল পাল, ডাক্তার তরুণীচন্দ্র পাল। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের উপজেলা শাখার সভাপতি রতন রবিদাস, সাধারণ সম্পাদক সুনীল রবিদাস, সাংগঠনিক সাধারণ সম্পাদক হেমন্ত রবিদাস প্রমুখ।

