প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক কারখানা শ্রমিক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে লাশে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লি: কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস।
ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ পুলিশের হেফাজতে আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com