প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৫, ২০২৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মায় পালের বাজার জামে মসজিদে ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খানের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় এ্যাড. আল ফাতাহ খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই। বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, পাগলা থানা কৃষকদলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক।
#####

