প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ১০:৩৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
কিশোরগঞ্জ জেলার ভৈরবে ৩৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ মহিলা মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মুক্তা আক্তার (২৫)।সে নরসিংদী জেলার বাসিন্দা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানান, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশেরাগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মুক্তা আক্তার কে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে ৩৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১ টি মোবাইল ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১হাজার ২ শত ৭০টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮ আট হাজার টাকা।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার ভৈবর থানায় আলামতসহ আসামীকে হস্তান্তর করা হয়েছে।

