প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্রয়কৃত একটি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সভাপতি, পরিবহন কমিটি, বাকৃবি। পরিবহন পরিচালক প্রফেসর ড. গোলজারুল আজিজ এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. হুমায়ুন কবির। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডীন ও সিন্ডিকেট সদস্য, বাউরেস পরিচালক, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, কো-অর্ডিনেটর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি, পরিচালক আইআইএফএস, প্রক্টর, পরিচালক আইসিটি সেল, পরিচালক সেন্ট্রাল ল্যাব,ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন -১, প্রধান খামার তত্ত্বাবধায়ক, চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশল শাখা, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে নতুন একটি বাস সংযোজন হলো পরিবহন পুলে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবা প্রদানকারী পরিবহন শাখাকে আরো গতিশীল করার লক্ষ্যে পরিবহন পরিচালক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা যেসমস্ত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন তাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ভাইস চ্যান্সেলর। তিনি পরিবহন পুলের গাড়িসমূহ যাতে ডিউটির ফাঁকে ক্যাম্পাসের যত্রতত্র অযাচিতভাবে পার্কিং না করা হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি বাকৃবি স্টেডিয়াম পরিদর্শন করেন।

