প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় লাইলী বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত লাইলী বেগম একই গ্রামের মৃত মুসলেম উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। রহস্যজনক মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর থেকে লাইলী আক্তারকে আর বাড়ির আশপাশে দেখা যাচ্ছিল না। পরে বিকেলে পুকুরে লাশ ভাসতে দেখলে গ্রামবাসী তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহতের মেয়ে রোজিনা বেগম বলেন, আমার মায়ের দীর্ঘদিনের পেটের অসুখ ছিল। সে কারণে কাপড় নষ্ট হলে নিয়মিত পুকুরে ধুতে যেত। আজও কাপড় পরিষ্কার করতে গিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। পরে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখে সবাই মিলে তুলে আনেন।

এদিকে বৃদ্ধার মৃত্যু রহস্যজনক দাবি করে ময়নাতদন্তের আবেদন করেছেন নিহতের ভাই দেলুয়ার হোসেন (৪৫)। তিনি বলেন“ওয়ারিশ হিসেবে প্রাপ্ত ১৮ লাখ টাকা নিয়ে বোনের ছেলেদের এবং একই গ্রামের এক দেবরের সঙ্গে বিরোধ চলছিল। আমার বোনের মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমরা সঠিক তদন্ত চাই।

তারাকান্দা থানা পুলিশের এসআই মো. দেলুয়ার হোসেন বলেন“লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com