প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধানে রবিবার (২৩ নভেম্বর ) দুপুর ১২ টায় আমন বীজ ধান কর্তন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে বীজ ধান কর্তনের উদ্বোধন করেন। বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ট্রেজারার, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন শাখা, প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, সাধারণ সম্পাদক সোনালী দল, প্রধান প্রকৌশলী, পরিচালক কৃষি মিউজিয়াম, পরিচালক (ভারপ্রাপ্ত), ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ, পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,
“আজকে আমরা যে ধান কর্তন করেছি তা মূলত বীজ ধান বিনা-২৮ যা ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতার স্বপ্ন বহন করে। এই বীজ ধান বিএডিসি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের মাধ্যমে সারাদেশের খামারিদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে। এই ধানের উৎপাদনশীলতা, পারফরম্যান্স এবং অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হয়েছে।
বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা আজকের এই সফলতার অন্যতম ভিত্তি।”
পরে ভাইস-চ্যান্সেলর খামার এলাকায় পূণনির্মিত একটি রাস্তার শুভ উদ্বোধন করেন।

