প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
দেশনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন
শীর্ষক আলোচনা সভা ও সমাবেশ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগীতে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ৩নং চরআলগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারীর অবসানের পর নতুন রাস্ট্র কাঠামোতে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। আলোকিত গফরগাঁও গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বৈরাচারী দোসররা আমাদের সাথে মিশে আমাদের বিভ্রান্ত করতে চাইছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক দেলোয়ারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান পল্টনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা, পৌর, পাগলা থানা ও চরআলগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
####

