প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২২, ২০২৫ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা
বাস্তবায়নে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ -১০ গফরগাঁও-পাগলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ খানের ধানের শীষের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পাগলা থানার ৭নং মশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দরিচাইর বাড়ীয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ন- আহবায়ক ও বর্তমানে সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ খান।
তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই। বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। ভবিষ্যতেও থাকবো।
এসময় এ্যাড. আল ফাতাহ খান স্থানীয় নারী পুরুষ সহ সর্বস্তরের জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।
সভায় আরও বক্তব্য রাখেন,
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, মোকসেদুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, জেলা দক্ষিণ যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ, মাসুদ রানা, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম প্রমুখ।
#####

