প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৬, ২০২৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১২ টায় জামতলাস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ডের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাওনা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর ও আসবাবপত্র এবং বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। যা দুর্বৃত্তের আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি এলাকায় লোকজনসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মদল ময়মনসিংহ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান চেয়ারম্যান, গফরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, মোফাজ্জল হোসেন, আবুল কাশেম ও মজিবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, একজন বীরমুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা ন্যাক্কারজনক ঘটনা। মুক্তিযোদ্ধাদের অবদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ তাদের পরিবারকে বারবার টার্গেট করা দুঃখজনক ও নিন্দনীয়। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
###