প্রকাশিত হয়েছেঃ জুলাই ১২, ২০২৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোইয়াল দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে বিধি লঙ্ঘন করে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার রাশেদুল ইসলাম আকন্দের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার (১২জুলাই) দুপুরে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করেছেন প্রতিষ্ঠানের দাতা সদস্য পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: আক্তার হোসেন খান অভিযোগ করে বলেন, বিধি লঙ্ঘন, অনিয়ম ও দুর্নীতির করে মোটা অংকের টাকার বিনিময়ে, গোপনে ফ্যাসিস্ট হাসিনা তথা নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী দিয়ে সোইয়াল দাখিল মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটি গঠন করেছেন। তিনি জানান, মাদ্রাসার সুপার মো. রাশেদুল ইসলাম আকন্দ কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করে তার রাজনৈতিক পক্ষের লোকজনকে অন্তর্ভুক্ত করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, সুপার ভোটার তালিকা প্রকাশ বা নির্বাচনের তফসিল ঘোষণা না করে গোপনে কমিটি গঠন করেন, যার বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কিছুই জানতেন না। তিনি আরও জানান, ২০২৫ সালের ২৪ জুন মাদ্রাসার পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি প্রকাশ করা হয়। এ ঘটনায় ৩ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ৭ জুলাই সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান বলে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বর্তমান সভাপতি মো. আলী হোসেন খান ও কমিটির অন্যান্য সদস্যরা এক সময় ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সুপার বিপুল অর্থের বিনিময়ে বিধি লঙ্ঘন করে কমিটি গঠন করেছেন। মো: আক্তার হোসেন খান এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও মাদ্রাসা ব্যবস্থাপনায় নিরপেক্ষ, শিক্ষানুরাগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে সোইয়াল দাখিল মাদ্রাসার সুপার মো: রাশেদুল ইসলাম আকন্দ জানান, বিধি মোতাবেক সকল প্রক্রিয়া সম্পন্ন করে কমিটি গঠন করা হয়েছে, কোন অনিয়ম করা হয়নি এবং আমি আওয়মীলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মো: মোস্তফা কামাল জানান, আমি প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে তদন্তে করেছি, স্থানীয় লোকজন, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কথা জানা গেছে ওই কমিটি গঠনে তারা কিছুই জানেন না।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com