প্রকাশিত হয়েছেঃ জুলাই ২, ২০২৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তের বাজার ইউনিয়নের বাঁশিয়া গ্রামে পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের মাঝখানে হঠাৎ নৌকা ডুবিতে নিখোঁজ অপর ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
নিখোঁজের ২১ ঘন্টার পর আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নৌকাডুবির স্থান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে টাংগাব ইউনিয়নের বামনখালী বটতলা মহর আলীর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তাদের দুজনের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।
নিহত শিক্ষার্থীরা হলেন- পাশ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চর আলগী গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৯) এবং হাবিব মিয়ার ছেলে আবির (৭)। তারা দু’জনেই পাশের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই নদীর পাড় দাখিল মাদরাসার তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত মঙ্গলবার সকাল ১১টা দিকে শাপলা আক্তারের (১৫) লাশ ঘটনাস্থলের খানিকটা দূর থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত শাপলা আক্তার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চর আলগী গ্রামের মোঃ মাইনুদ্দিনের মেয়ে এবং বিরই নদীর পাড় দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
এ মর্মান্তিক ঘটনায় দুই দিন ধরে নিহত শিক্ষার্থী পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বিরই নদীর পাড় দাখিল
মাদরাসা ও স্কুলে যাওয়ার পথে ৯ জন শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদে খেয়া পারাপারের সময় মাঝ নদে নৌকা ডুবে যায়। এসময় ডুবে যাওয়া নৌকায় ৯ শিক্ষার্থীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে ওঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় প্রায় ২ ঘন্টার পর স্থানীয় জেলেদের জালে শাপলা আক্তারের লাশ উদ্ধার হয়।
দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ, পাকুন্দিয়া এবং গফরগাঁও ইউনিটের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধার অভিযান পরিচালনা করেও শিক্ষার্থীদের উদ্ধারে ব্যার্থ হয়। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখে।
ঘটনার পরদিন বুধবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে নদের তীরে ভেসে এলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেয়। এ ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে সরকারিভাবে সব ধরনের সাহায্য করা হবে বলে স্থানীয় সূত্র জানান।
পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আজ সকালে ব্রহ্মপুত্র নদে
পৃথক দু’টি স্থানে নিখোঁজ লাশ দুইটি উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#####