প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২২, ২০২৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আটক ১৪ জন দালালকে ১৫ দিন থেকে ২ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

এ সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, ময়মনসিংহের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জন দালালকে আটক করে। আটককৃতরা হলেন, মন্টু মিয়া (২৫), মোঃ মাসুদ (৪৫),  মোঃ আলাল উদ্দিন (৬০), বিজয় দাস (৫০), আকাশ (২৪), সোবাহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাত হোসেন বাবু (৩৫), সাকিব হোসেন আলিফ (২৪), আনিস হোসেন রকি (৩৫), হামিদুল ইসলাম রবিন (৩০), সাদ্দাম (২৯), আসামীদের’কে মোবাইল কোর্ট মোতাবেক দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং গ্রেফতারকৃত আসামী পারভিন (৩৫), ও  মোঃ আশরাফুল(২৭), কে যথাক্রমে ১ মাস ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

এছাড়া চরপাড়ার ৩ টি ফার্মেসিকে অবৈধ ঔষধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com