প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৭, ২০২৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে আলোচিত তোফাজ্জল হত্যা ও বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলা ঘটনায় এক ইউপি সদস্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযানে অবৈধ ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্পের সদস্যরা উপজেলার মাস্টারবাড়ি ও পাশর্^বর্তী শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা ও ভাংচুর মামলা চলমান থাকায় তাদেরকে ভালুকা ও শ্রীপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বারো বোতল ভারতীয় মদ ও নগদ দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। আর্মি ক্যাম্পের সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা দলীয়ভাবে আসন্ন ডিসেম্বর-জুন মাসের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাÐ ও অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গৌরীপুর গ্রামের মোঃ আজাহার শিকদারের ছেলে হবিরবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ শিকদার (৩৫), হবিরবাড়ি সিডস্টোর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ মোর্শেদ ওরফে পিস্তল মোর্শেদ (২৮), উপজেলার হবিরবাড়ি সিডস্টোর এলাকার কালা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৮), উপজেলার হবিরবাড়ি পাড়াগাঁওয়ের মৃত হেলাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন ও হবিরবাড়ি গ্রামের মোঃ আহমদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।
এ বিষয়ে ভালুকা আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়, পরে তিনজনকে ভালুকা ও দুইজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুইজন আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামী এবং একজন বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে আলোচিত তোফাজ্জল হত্যা ও বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলা ঘটনায় এক ইউপি সদস্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযানে অবৈধ ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী ভালুকা ক্যাম্পের সদস্যরা উপজেলার মাস্টারবাড়ি ও পাশর্^বর্তী শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা ও ভাংচুর মামলা চলমান থাকায় তাদেরকে ভালুকা ও শ্রীপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বারো বোতল ভারতীয় মদ ও নগদ দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। আর্মি ক্যাম্পের সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা দলীয়ভাবে আসন্ন ডিসেম্বর-জুন মাসের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাÐ ও অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গৌরীপুর গ্রামের মোঃ আজাহার শিকদারের ছেলে হবিরবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ শিকদার (৩৫), হবিরবাড়ি সিডস্টোর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ মোর্শেদ ওরফে পিস্তল মোর্শেদ (২৮), উপজেলার হবিরবাড়ি সিডস্টোর এলাকার কালা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৮), উপজেলার হবিরবাড়ি পাড়াগাঁওয়ের মৃত হেলাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন ও হবিরবাড়ি গ্রামের মোঃ আহমদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।
এ বিষয়ে ভালুকা আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়, পরে তিনজনকে ভালুকা ও দুইজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুইজন আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামী এবং একজন বিএনপি’র দলীয় অফিস ভাংচুর মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোট পড়া হয়েছে: ২৪
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমির বৃক্ষমেলা ও ফ্রী মেডিকেল ক্যাম্প
- মৌলভীবাজারের কুলাউড়ায় ২৭ কোটি টাকার বালু জব্দ করলো প্রশাসন – কয়েক কোটি টাকার বালু হরিলুট
- গফরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাড়/বকনা বাছুর ও উপকরণ বিতরণ
- গফরগাঁওয়ে চরআলগীর স্বেচ্ছাসেবকদল নেতা মামুন বেপারীর ইন্তেকাল
- ভালুকায় ৮ বছরের শিশুর লাশ উদ্ধার