প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৭, ২০২৫ সময়ঃ ৪:২৮ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা দিবস উপলক্ষে সকালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে গফরগাঁও পৌর শহরের লঞ্চঘাট বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যায় শহিদদের স্মৃতিচারণ করে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম, গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রমুখ।
#####