প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২৫ সময়ঃ ৭:৩৬ অপরাহ্ণ

Spread the love
ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে হাবিব উল্যাহ হবি নামে এক ব্যক্তির বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ধামশুর গ্রামের মৃত ছোলেমান সেখের ছেলে এসএম হাবিব উল্ল্যাহ হবির সাথে একই এলাকায় মৃত ছলিম উল্ল্যার ছেলে রিপন ও ফারুক আহমেদ শিপন গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এমনকি প্রতিপক্ষরা হাবিব উল্যাহর প্রায়ই বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতিসহ জমি দখলে নেয়ার পাঁয়তারা করে আসছে। এ নিয়ে থাসা ও ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ ডাকা হলেও প্রতিপক্ষরা হাজির হয়নি। এদিকে প্রতিপক্ষরা হবির জমিতে জোরপূর্বক গাছের চারা রোপন করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব উল্যাহ হবিকে নানাবিধ হুমকী দিয়ে আসছে। বর্তমানে তিনি প্রতিপক্ষদের হুমকীর কারণে নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এ ঘটনায় হাবিব উল্যাহ হবি বাদি হয়ে রিপন মিয়া (৩৫), ফারুক আহাম্মেদ শিপন (৩২), মোঃ মিলন মিয়া (৪৫), মোছাঃ জেসমিন আক্তার (৪০), মোছাঃ নাঈমা খাতুন (৩০), হাসিনা (২৮) ও মমতাজ বেগমকে বিবাদি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী হাবিব উল্যাহ হবি জানান, প্রতিপক্ষরা তার জমি দখলে নেয়ার চেষ্টার মাঝামাঝি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে তাকে নিয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে আসছে। এতে তিনি সামজিকভাবে ক্ষতিগ্রস্তসহ জীবনের নিরাপত্তাহীনতার ভোগছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, অভিযোগটি আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com