প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২৫ সময়ঃ ৯:২৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান  ভালুকা (ময়মনসিংহ)।।

ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গণমাধ্যম সমাজের দর্পণ, আর সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে সমাজকে সামনে এগিয়ে নিচ্ছেন।’ তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে ভালুকা প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণের রূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com