প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২৫ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদেরসহ ২৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি করেন।
উল্লেখ, ৪ আগষ্ট সন্ধায় ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতা মিছিলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে হত্যা করে ছিল। এ ঘটনার সাতমাস পর উপজেলার মাস্টারবাড়ি এলাকার শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ২১ মার্চ ভালুকা মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামী করে ও ওবাইদুল কাদেরসহ ২৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ৪ আগষ্ট বিকালে পার্শ্ববতী উপজেলার জৈনাবাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার একটি মিছিল ভালুকা উপজেলার মাস্টাবাড়ি এলাকায় আসে। সন্ধা ৬টার দিকে মিছিলের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ছাত্রজনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ছাত্রজনতার লোকজন আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ শ্রীপুর থানায় হন্থান্তর করে। শ্রীপুর থানার এসআই ওয়াহিদুজ্জাম লাশের সুরত হাল রির্পোট করে ওই রাতেই লাশ গাজীপুর শহীদ তাজুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে পেশায় একজন রাজমিন্ত্রী ছিলেন। সে জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে বাসাবাড়ায় থেকে কাজ করতেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, তোফাজ্জল হত্যা ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com