প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের( আইকিউএসি) উদ্যোগে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট প্রধানবৃন্দের অংশগ্রহণে ১৭মার্চ ২০২৫, সোমবার দুপুর ০২.০০টায়  আইকিউএসি কনফারেন্স রুমে  ‘বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখন’ শীর্ষক  এক প্রশিক্ষণ  কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক  ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। এছাড়াও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ(মহিলা), ময়মনসিংহ এর অধ্যক্ষ  প্রফেসর মুসফীক আহম্মদ এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।  আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক  ভূঁইয়া উপস্থিত সকল  প্রশিক্ষণার্থীদের জন্যে শুভকামনা জানিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে এসিআর গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট প্রধানদেরকে  তাদের অধস্তনদের সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে তাদেরকে গাইড করা/নিয়ন্ত্রণ করার উপদেশ দেন যেন ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের  মান-মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পায়। তিনি সঠিকভাবে এসিআর লিখন, মূল্যায়ন, গোপনীয়তা সংরক্ষণের বিষয়ে সবাইকে যত্নশীল হওয়ার পরামর্শ দেন এবং এই কর্মশালা থেকে সকল অংশগ্রহণকারী উপকৃত হবেন এমন প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য উক্ত কর্মশালায় ৬৪জন প্রশিক্ষণার্থী ছাড়াও  আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com