প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৪, ২০২৫ সময়ঃ ৫:২৮ পূর্বাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ সদর‌ উপজেলার দাপুনিয়ায় এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১১টায় উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম টুটুল আহমেদ (২৪)। তিনি ভাটি দাপুনিয়া গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

টুটুলের মা ফাতেমা বেগম জানান, গতকাল বুধবার ইফতারের পর টুটুল অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আজ তাঁর লাশ দেখতে পায় লোকজন। পরে পরিবারের সদস্যরা এসে তা শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য টুটুলকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com