প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ’র হস্তক্ষেপে দখলমুক্ত হলো ভালুকা বাস্ট্যান্ড এলাকার ফুট ওভার ব্রিজ ও ফুটপাত ।
এর আগে শনিবার সরেজমিন পরিদর্শন করে দখলদারদের এক দিনের সময় দেন স্বেচ্ছায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য।

দীর্ঘদিন ধরে ফুট ওভার ব্রিজের ওপর দোকান, ভিক্ষাবৃত্তি ও মসজিদের চাঁদা সংগ্রহের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। একই সঙ্গে পৌরসভার নির্মিত ফুটপাত বিভিন্ন দোকানের দখলে চলে যাওয়ায় জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছায়।
ফুটপাত ও ফুট ওভার ব্রীজ দখলমুক্ত হওয়ায় পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া স্থানীয় বাসিন্দারা জানান, ফুটওভার ব্রিজটি পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা হলেও দখলদারদের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে পারাপার হতো, ফলে সড়ক দুর্ঘটনার শিকার হতো অনেকে।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com