প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৯, ২০২৪ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে নির্বাহী অফিসার, থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ^াস দিলে অবরোধ তুলে নেয়া হয়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলর ভরাডোবা পুরনো বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছিলো এবং পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিরেন চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়। এদিকে বরখাস্তকৃত প্রধান শিক্ষক আজিজুল হক, সরকার পরিবর্তন হওয়ার পর পূণরায় জোরপূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শুরু করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করেন। সোমবার (২৮ অক্টোবর) ওই কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিলো এবং এরই জন্য বর্তমান কমিটির কতিপয় লোক সহকারী শিক্ষক একেএম আসাদুজ্জামানকে চলমান ক্লাস থেকে এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরেন চন্দ্র রায় ও রফিকুল ইসলামসহ অন্য আরো দুই শিক্ষককে অফিস কক্ষ থেকে জোরপূর্বক বের করে কমিটির প্রথম সভায় যোগদান করার জন্য বিদ্যালয়ের পাশেই ভরাডোবা বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়ে এস গাড়িতে তুলার চেষ্টা করা হয়। এ সময় বিরেন চন্দ্র রায়কে শারীরিক ভাবেও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়রা বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষকদের পূণরায় স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন। এ ঘটনার জের ধরে স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। এ সয়ম মহসড়কের দু’পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয় এবং চরম দূর্ভোগে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান, ভালুকা মডেল থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে শিক্ষার্থীদের আশ^াস দিলে তারা অবেরোধ তুলে নেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম আসাদুজ্জামান জানান, সোমবার সকালে তিনি নবম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন। এসময় কমিটির কিছু লোক বর্তমান কমিটির প্রথম সভায় যোগদানের জন্য তাকেসহ কয়েকজন শিক্ষককে নির্বাহী অফিসারের কার্যালয়ে জোরপূর্বক নিয়ে যেতে চেয়েছিলেন। পরে স্থানীয়রা তাদেরকে পূণরায় বিদ্যালয়ে নিয়ে আসেন।
এব্যাপাওে জানার জন্য লাঞ্ছিতের শিকার শিক্ষক বিরেন চন্দ্র রায়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক জানান, তিনি বরখাস্ত থাকাবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরেন চন্ত্র রায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাকে সভাপতি করে একটি বিদ্যালয় পরিচালনা কমিটি বোর্ডে জমা দেন। চলতি মাসে তিনি যোগদানের পর তাকে সদস্য সচিব করে কিভাবে কমিটি হয়েছে, তা তার জানা নেই। গত সোমবার ওই কমিটির প্রথম সভা ছিলো। সভায় যোগদান করার জন্য কমিটির কিছু লোক শিক্ষকদের নিয়ে আসতে চাইছিলো। এর বেশি কিছু তিনি জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ^াস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com