প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা সভাস্থলে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম।
এসময় মোঃ আজহারুল ইসলাম বলেন, ‘তারুণ্যনির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণ অধিকার পরিষদ কাজ করছে। শহীদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের বিপ্লব কিন্তু এখনও সমাপ্ত হয়নি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের রাজপথে থাকতে হবে।

গফরগাঁও উপজেলা সংগঠক ও ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং গফরগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরীফ শেখের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর গন অধিকার পরিষদের এইচ এম ফিরোজ সরকার, গফরগাঁও উপজেলা গন অধিকার পরিষদের সংগঠক শাহরিয়ার মনির ও শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য একলাছ ফরাজী।
বক্তব্য রাখেন, ময়মনসিংহ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, গফরগাঁও উপজেলা ছাত্র অধিকার পরিষদের জুবায়ের আহমেদ তামিম, গফরগাঁও উপজেলা ছাত্র অধিকার পরিষদের মাসুদ রেজা প্রমুখ।
পরে আনন্দ মিছিলটি রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
######

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com