প্রকাশিত হয়েছেঃ জুন ২৩, ২০২৪ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে-২০২৪ সালের প্রথম পর্বে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ফলাফলের ওপর ভিত্তি করে কৃতী শিক্ষার্থীদের মাঝে গ্রিন কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ রেজাউল কবীর। এসময় উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা ফয়েজুল হক ও মোঃ মোস্তাইনুল হক সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

উল্লেখ্য যে, প্রথম পর্বের মতো দ্বিতীয় এবং তৃতীয় পর্বেও যারা গ্রিন কার্ড অর্জন করতে পারবে, বছর শেষে তাদেরকে পুরষ্কৃত করা হবে এবং প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে প্রাইমারি শাখায় একজন এবং হাইস্কুল শাখায় একজনকে বছরের সেরা শিক্ষার্থী নির্বাচন করা হবে।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com