প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

বিনোদন প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে “যারে দিলাম আমার মন” শিরোনামে প্রবাসী বাংলাদেশী কণ্ঠশিল্পী আসমা আমিনের প্রথম মৌলিক গান রিলিজ হয়েছে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী আসমা আমিন নিজেই এবং গানটির মিউজিক কম্পোজিশনে ছিলেন নিউটন জে আর। অত্যন্ত শ্রুতিমধুর এই গানটি ‘আসমা আমিন মিউজিক’ নামে কণ্ঠশিল্পীর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
কণ্ঠশিল্পী আসমা আমিন জানিয়েছেন, ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি একটা অসম্ভব ঝোঁক ছিলো তার। জীবন ও জীবিকার তাগিদে অনেক বছর ধরে প্রবাসে অবস্থান করলেও গানের চর্চাটা ধরে রেখেছেন তিনি। তারই ফলশ্রুতিতে “যারে দিলাম আমার মন” শিরোনামের এই মৌলিক গানটি নিজের লেখা ও সুরে গেয়েছেন তিনি। আগামীতে কাজের পাশাপাশি গানে নিয়মিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় তিনি খুব তারাতারি আসমা আমিন মিউজিকের ব্যানারে তার নিজের লেখা ও সুরে “হয়তোবা একদিন ভুল ভেঙে যাবে” সহ আরও কয়েকটি গান প্রকাশ করবেন বলেও জানান। বিদেশের মাটিতে বসেও বাংলা গান ও সংস্কৃতির যে চর্চা আসমা আমিন করছেন তা অনুকরণীয় হতে পারে, তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com