প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৮, ২০২১ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ আগষ্ট ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টারসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, ২৮ আগস্ট ২০২১ হইতে ৩ সেপ্টেম্বর ২০২১ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন করা হবে।