প্রকাশিত হয়েছেঃ জুন ১৯, ২০২৩ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্হান কর্মসূচি ২০২৩ এর আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে অটোরিকশা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জুন) জেলা প্রশাসেকর কার্যালয় ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্হান কর্মসূচি এর আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের অটোরিকশা প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুজন ব্যক্তির হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের  উপপরিচালক আ: কাইয়ুম।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com