প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৩, ২০২৩ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ

ময়মনসিংহে প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সেপটিক ট্যাংক পরিস্কারে আবেদন ও সেবা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তি চালু করতে ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেম বা আইএমআইএস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এ উদ্বোধন করেন। অক্সফাম বাংলাদেশ ও অট্রেলিয়ান এইড এর আর্থিক সহযোগিতায় পরিচালিত আরআইআইসিবি প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

ডিজিটাল এ ব্যবস্থাপনার ফলে ভবিষ্যতে মানব বর্জ্য ব্যবস্থাপনা আরও পরিবেশসম্মত হয়ে উঠবে। এছাড়াও, মানব বর্জ্য পরিবহনে ভেকু সার্ভিসের পাশাপাশি অন্যান্য সেবা যেমন বিদ্যুৎ, পানি, কর ইত্যদি সেবায় আরও ডিজিটাল প্রযুক্তির সংযুক্তি সম্ভব হবে।

এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, এনজিও ফোরাম প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com