প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ সময়ঃ ৭:২৭ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন হত্যার ঘটনায় সহদর বড় ভাই সহ ২ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুল করিম তপু (৪০) এবং আনোয়ারুল ইসলাম (৩৩)। খুন হওয়া সাদ্দামের বড় ভাই হাবিবুল করিম তপু (৪০) কে ঢাকা ও অপর আসামী আনোয়ারুল ইসলাম (৩৩) মুক্তাগাছা এলাকা থেকে গ্রেফতার করা । অন্য আসামীকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা
গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম উরফে
আবুলের ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ
লাইনে কর্মরত ছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে কোতোয়ালী মডেল থানায় প্রেসব্রিফিং করে জানান, গত ২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কোতোয়ালী থানার বাদে কল্পা বাঘের কান্দা গ্রামের আবুল হোসেনের মেহগুনি বাগান থেকে একটি মৃতদেহ উদ্বার করে পুলিশ।
ঘটনার বিবরনে জানাযায় পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন প্রায় সময় চাকরির কর্মস্হলে গড় হাজিরা দিয়ে বাড়িতে চলে আসতো। গত ২৪ ফেব্রুয়ারী সাদ্দাম হোসেন সকালে নেশার টাকার জন্য পিতা মাতা কে লাঞ্চিত করে। সংবাদ পেয়ে সাদ্দামের বড় ভাই  হাবিবুল করিম তপু  ঢাকা থেকে বাড়িতে আসে। একইদিন বড় ভাই তপু তার দুইজন সহযোগী নিয়ে রাত ১১ টায় ফোন দিয়ে আবুল হোসেনের মেহগুনি বাগানে ডেকে নিয়ে আসে। পিতা মাতার সাথে খারাপ আচরন, কর্মস্হলে না গিয়ে বাসায় কেন থাকে এসব বিষয় নিয়ে উভয় কথাকাটির এক পর্যায়ে সাদ্দামের গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ব করে গাছের সাথে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় ।

হত্যাকান্ড ঘটনারপর মৃত সাদ্দামের স্ত্রী সুমাইয়া আক্তার (২২) বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সোমবার  আসামী সাদ্দামের বড় ভাই হাবিবুল করিম তপু (৪০) কে ঢাকা ও অপর আসামী আনোয়ারুল ইসলাম (৩৩) মুক্তাগাছা এলাকা থেকে সকাল ৮টায় গ্রেফতার করা । অন্য আসামীকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

প্রেসব্রিফিং করেন সদর সার্কেল শাহিনুল ফকির । এ সময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত  মো: ফারুক হোসেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com