প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২১ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুর থেক নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ নামাপাড়া বাঘিয়ার চর ইটভাটা এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান দুই লাশের সন্ধান পেয়েছেন। ৭ জুলাাই  বুধবার রাত সাড়ে ৯টায় তারা বিলে জাল ফেলতে গিয়ে দু’টি পুরুষ ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। বুধবার রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট পাঠানোর সময় সেখানে লাশ দু’টি উদ্ধারের অপেক্ষায় রয়েছে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় কোনাবাড়ীর নিম্মাঞ্চল বাঘিয়ার চর ইটভাটা এলাকার বিলে অজ্ঞাত পরিচয় দু’টি লাশের সন্ধান পান স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে লাশ দুটি উদ্ধারের জন্য তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, লাশ দু’টি ফুলে অর্ধগলিত অবস্থায় পানিতে ভাসছে। একটির বয়স আনুমানিক চল্লিশ ও অপরটির বয়স ত্রিশের নিচে হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com