প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাইথল ইউনিয়নের জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
সভায় প্রধান অতিথি মাওলানা ইসমাঈল হোসেন সোহেল তার বক্তব্যে বলেছেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। আমরা এই ভূমির প্রতিটি ইঞ্চিতে ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য কাজ করছি।
তিনি বলেন, অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আগামী দিনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অমেইল বস্থান আরও দৃঢ় হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ইজন্য কোরআন ও হাদীসভিত্তিক সমাজব্যবস্থা ছাড়া বিকল্প নেই— এ লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “গফরগাঁওয়ে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্র মাড়িয়ে সামনে এগিয়ে যাব— ন্যায়ের সমাজ বিনির্মাণের এই লড়াই থেকে কেউ আমাদের বিরত রাখতে পারবে না।”
ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরা, সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলাম, পাইথল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ রোকন তালুকদার, গাজীপুর জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুর রহমান, মাওলানা অধ্যাপক আবদুল আহাদ প্রমূখ।
######

