প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২১ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা সংঘ ‘আমরা পারি’ এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর উদ্বোধন করেন।
মেয়র তার বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইতোপূর্বে ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের চর্চা হচ্ছে আর তাই দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।
তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের হৃদয়ে রয়েছে। লাল সবুজের পতাকা আমাদের হৃদয়ে রয়েছে। জাতির পিতার চেতনা এবং লাল সবুজের পতাকাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে।
আমরা পারি নারী উদ্যোক্তা সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজা আক্তার রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যাময়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আয়োজনে ‘শিক্ষার্থীবৃন্দ পাটের ক্যানভাসে বাংলাদেশ, পাটের ক্যানভাসে বঙ্গবন্ধু’ বিষয়ে ছবি আঁকেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com