প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২০, ২০২৪ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে মো. দুলাল উদ্দিন মন্ডল (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত একটি গ্রাম্য রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে। ময়নাতদন্তের জন্যে লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে মো. দুলাল উদ্দিন মন্ডল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে স্থানীয় বোর্ড বাজারে যান। পরে, রাতে খোঁজ নিতে গিয়ে নিজ বাড়ির অদূরে উত্তর পাড়ায় ডুবাইল বিলের পড়ে একটি রাস্তার পাশে জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সকালেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের মুখমন্ডলে আচড়ের চিহৃ রয়েছে বলে লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই নূর কাশেম জানান।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শামছুল হুদা খান জানান, ময়নাতদন্তের জন্যে লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।